বাংলাদেশ পুলিশের ৭৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বদলির এই প্রক্রিয়া শুরু হয়েছে নতুন নির্দেশনার অংশ হিসেবে।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের বিভিন্ন ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এই কর্মকর্তাদের কেউ কেউ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, কেউ রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমিতে, আবার কেউ পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-তে সংযুক্ত হয়েছেন।
এর আগেও চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে ৮২ জন পুলিশ কর্মকর্তাকে ওএসডি করেছিল। ওই তালিকায় একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, ৫০ জনের বেশি অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন এসপি ছিলেন।
পরপর এত বড় পরিসরে কর্মকর্তাদের ওএসডি করাকে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে করে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষা, দক্ষতা পুনর্বিন্যাস এবং নীতিগত পরিবর্তনের বার্তা স্পষ্ট হয়েছে।
নিয়ম অনুযায়ী, ওএসডি হওয়া কর্মকর্তারা সাধারণত ভবিষ্যতে পুনরায় পদায়নের অপেক্ষায় থাকেন। কেউ কেউ প্রশিক্ষণ বা প্রশাসনিক দায়িত্বে থাকেন, আবার অনেক সময় এই বদলিতে নেতৃত্ব কাঠামোতেও পরিবর্তন আসে।
