জাতিসংঘে আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেই দিয়েছেন, এই চিঠি দিয়ে জাতিসংঘে কোনো কাজ হবার নয়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগের চিঠি নিয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন, তখনই তিনি এই স্পষ্ট বক্তব্য দেন।

উল্লেখ্য, গত শনিবার আওয়ামী লীগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার কাছে একটি চিঠি পাঠায়। দলের পক্ষে সেই চিঠিটি পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ওই চিঠিতে কী ছিল? আওয়ামী লীগ বলেছে, বাংলাদেশে যে নির্বাচনের প্রস্তুতি চলছে, তা যেহেতু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, তাই সেখানে সহযোগিতা না করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন:
১. অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখতে।
২. সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করতে।
৩. মানবাধিকার ও আইনের শাসনকে যেকোনো নির্বাচনী সহযোগতার মূল ভিত্তি করতে।

আওয়ামী লীগ তাদের চিঠিতে আরও বলেন, ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, 'ব্যালট প্রজেক্ট' এবং আসন্ন নির্বাচনে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তা নিয়ে তারা 'গুরুতর উদ্বেগ' প্রকাশ করছেন। তাদের দাবি, এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিজস্ব নীতিমালারও লঙ্ঘন করতে পারে।

কিন্তু সরকারের পক্ষ থেকে এবার সেই চিঠিকেই পুরোপুরি খারিজ করে দেয়া হলো। তৌহিদ হোসেনের বক্তব্য স্পষ্টই বলে দিচ্ছে, আওয়ামী লীগের এই চিঠি নিয়ে জাতিসংঘে কোনো অগ্রগতি হবে না।

 

news