আমতলীতে সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে মোবাইল কোর্টে জরিমানা
বরগুনার আমতলীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বে-সরকারি ক্লিনিক ‘সময় মেডিকেয়ার এন্ড হসপিস’কে মেডিকেল প্রাকটিস ও ল্যাবরেটারী আইন অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১ টায় আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম বলেন, THE MEDICAL PRACTICE AND PRIVATE CLINICS AND LABORATORIES (REGULATION) ORDINANCE-1982 অনুসারে লাইসেন্স না থাকায় আমতলী উপজেলার সময় মেডিকেয়ার এন্ড হসপিসকে এ জরিমানা করা হয়েছে।