ঈদের আনন্দকে আরও বাড়াতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ কার্যক্রম। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন দেশজুড়ে ৭০০টির বেশি প্লাজায় আয়োজন করেছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, যেখানে সাধারণ মানুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা সেবা। এছাড়া, বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে ছড়িয়েছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) খুলনার গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে শুরু হয় এই র্যালি। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ভার্চুয়ালি র্যালি ও মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। র্যালিতে জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, চিত্রনায়ক আমিন খান, ক্ষুদে ক্রিকেটার ও শতাধিক পরিবেশক অংশ নেন।
ওয়ালটনের এমডি বলেন, “ঈদ মানে আনন্দ। আমরা ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ নানা সুবিধা নিয়ে এসেছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে অনেকে মিলিয়নিয়ার ও লাখপতি হয়েছেন।” দেশজুড়ে ফ্রি চিকিৎসা সেবা ও ‘কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’র মাধ্যমে ওয়ালটন ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে।
মেহেদী হাসান মিরাজ বলেন, “দেশীয় পণ্যের প্রতি গুরুত্ব দিলে অর্থনীতি শক্তিশালী হবে। ওয়ালটন আমাদের গর্ব, যার পণ্য এখন বিশ্বে রপ্তানি হচ্ছে।” ক্যাম্পেইনে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ওয়ালটন বাজারে এনেছে এআই-সম্পন্ন সাতটি নতুন ফ্রিজ, যা প্রযুক্তির নতুন মানদণ্ড স্থাপন করছে।


