রাজস্থানের কোটাশহরে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন শিশু শিল্পী বীর শর্মা এবং তার ভাই শৌর্য। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১৬ বছর। রবিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
পুলিশ জানায়, রাত ২টার দিকে দীপশ্রী বিল্ডিংয়ের চতুর্থ তলার ফ্ল্যাটে তারা একাই ছিলেন। বাবা জিতেন্দ্র শর্মা, যিনি একজন কোচিং সেন্টারের শিক্ষক, তখন একটি ভজন প্রোগ্রামে যোগ দিতে গিয়েছিলেন। মা রীতা শর্মা, যিনি অভিনেত্রী, মুম্বাইয়ে অবস্থান করছিলেন।
কোটা পুলিশ সুপার তেজেশওয়ানি গৌতম জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, আগুনে পুড়ে মারা যায়নি; ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় শিশুরা মারা গেছে।
প্রতিবেশীরা ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে বীর ও শৌর্যকে উদ্ধার করেন। অচেতন অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে বিল্ডিংয়ের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে প্রতিবেশীরা আগুন নেভান, ফলে দমকল বাহিনী ডাকার প্রয়োজন হয়নি। পুলিশ জানায়, **ড্রয়িং রুমের আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
মুম্বাই থেকে মা রীতা শর্মা আসার পর মৃতদেহগুলো পরিবারকে হস্তান্তর করা হয়। পরিবারের ইচ্ছা অনুযায়ী, শিশুদের চোখ আই ব্যাংকে দান করা হয়েছে।


