ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর রসায়ন দর্শককে মুগ্ধ করেছে।
এই জুটির পর্দার ব্যক্তিগত জীবনেও মানুষের কৌতূহল সৃষ্টি করে। বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেম ও বিয়ের খবর বহুবার চর্চিত হয়েছে। দেশ-বিদেশে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে এ জুটিকে। তবে তারা সবসময় বলেন, “আমরা দুজন খুব ভালো বন্ধু।”
গত ৩ অক্টোবর রাতে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় রাশমিকা-বিজয়ের বাগদানের। ঘনিষ্ঠজনদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তারা। ফলে ভক্তদের মধ্যে উৎসাহ ও কৌতূহল একসাথে বাড়ছে। পাশাপাশি রাশমিকার প্রথম বাগদান ভাঙার গল্পও নেট দুনিয়ায় আলোচনা হচ্ছে।
২০১৭ সালে কন্নড় অভিনেতা-নির্মাতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান করেছিলেন রাশমিকা। কিন্তু বাগদানের পরও বিয়ে ভেঙে যায়। ভারতের কিছু সংবাদমাধ্যমের দাবি, এই বাগদান ভাঙার পেছনে বিজয় দেবরকোন্ডার প্রভাব ছিল।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসকে সাক্ষাৎকারে রাশমিকা বলেন, “রক্ষিতের সঙ্গে ব্রেকআপের ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছিলাম। সেই সময়ে আমার কারো যত্ন প্রয়োজন ছিল, যা পেয়েছি বিজয় দেবরকোন্ডার কাছ থেকে। আমার আবেগের সঙ্গে লড়াই চলছিল, বিজয় আমাকে সাহস জুগিয়েছে, দেখিয়েছে—এছাড়াও জীবন আছে।”
বিজয়-রাশমিকা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ডিয়ার কমরেড’ ২০১৯ সালে মুক্তি পায়। সিনেমার প্রচারের সময় রাশমিকাকে পূর্বের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে, বিজয় রাশমিকার পাশে দাঁড়িয়ে সাংবাদিককে তিরস্কার করেন। তিনি বলেছিলেন, “আমি ঠিক আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। আমি যেমন উত্তর দিচ্ছি, তেমনি এই বিষয়ে আলাপ করা আপনার কাজ নয়।”
রাশমিকাকে সমালোচনার মুখে পড়তে হয় রক্ষিতের সঙ্গে সম্পর্ক শেষ করার কারণে। তবে তিনি ধৈর্য ধরেন এবং সমালোচকদের মুখ বন্ধ করতে রাশমিকার পক্ষে কথা বলেন। রক্ষিত শেঠি এক সংবাদমাধ্যমে বলেন, “আমি তাকে দুই বছরের বেশি সময় ধরে চিনি, আপনাদের চেয়ে ভালোভাবে জানি। দয়া করে রাশমিকাকে বিচার করা বন্ধ করুন, শান্তিতে থাকতে দিন।”
রাশমিকা মান্দানা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব জেতেন। ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে পা রাখেন। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন।
তিনি ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুবেরা’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ধানুশ। এটি ২০ জুন মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে।


