জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও ফিরছেন বড় পর্দায়। আলোচিত এই অভিনেত্রী এবার নাম লিখিয়েছেন নতুন সিনেমা ‘বিবর’-এ, যার পরিচালনায় রয়েছেন সায়মন তারিক।অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত। তবে এবার তিনি শিরোনামে এসেছেন একেবারেই কাজের খবরে। নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানিয়ে মিষ্টি বলেন, “‘বিবর’ সিনেমার কাজ খুব শিগগিরই শুরু হবে। এখন প্রস্তুতি নিচ্ছি পুরোপুরি।”

তবে এটাই তার একমাত্র কাজ নয়। মিষ্টি জানিয়েছেন, আরও তিনটি নতুন সিনেমার শুটিংও দ্রুত শুরু করবেন তিনি। তবে গত মাসে মানসিক বিপর্যয়ের কারণে নির্ধারিত কিছু কাজ পিছিয়ে যায়।

নিজের অবস্থার কথা জানিয়ে নায়িকা বলেন, “সেই সময়টা আমার জন্য একটু কঠিন ছিল। তবে এখন অনেক ভালো আছি, আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছি।”

মিষ্টি জান্নাত এর আগে ‘তুমি আছো হৃদয়ে’, ‘লাভ এক্সপ্রেস’, ‘তুমি রবে নীরবে’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় তার প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

শোবিজ অঙ্গনের অনেকেই মনে করছেন, এই সিনেমা হতে পারে মিষ্টির অভিনয়জীবনের নতুন অধ্যায়ের সূচনা।

 

news