প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিবার ও জীবন নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন আলোড়ন তৈরি হয়েছে। কয়েকদিন আগে তার প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান সোশ্যাল মিডিয়ায় হুমায়ূন আহমেদের প্রসঙ্গে একটি পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে নেটিজেনরা নানা শিবিরে বিভক্ত হয়ে তর্ক-বিতর্ক শুরু করেন।
এই পরিস্থিতিতে নীরব ছিলেন হুমায়ূন আহমেদের পুত্র, পরিচালক নুহাশ হুমায়ূন। তিনি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। পোস্টে তিনি বাবা-মায়ের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও নেটিজেনরা বিষয়টি সহজেই বুঝে ফেলেন।
নুহাশ হুমায়ূন লিখেছেন, “আপনি একজন শিল্পী বা সৃষ্টিশীল ব্যক্তিকে তাদের কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে স্বীকারও করতে পারেন যে, তারা ব্যক্তিগত জীবনে ভুলে ভরা বা ত্রুটিপূর্ণ ছিলেন। এই দুটি বাস্তবতাই একসঙ্গে সত্য হতে পারে।”
তিনি আরও বলেন, “মানুষ জটিল এবং অসম্পূর্ণ (যেমন: আপনার প্রিয় উপন্যাসের সেরা চরিত্রগুলো)। কেউ কেউ লাখ লাখ মানুষকে আনন্দ দিতে পারেন; কিন্তু কাছের মানুষদেরও কষ্ট দিতে পারেন। সমাধান এটা নয় যে, যারা আঘাত পেয়েছেন তাদের কণ্ঠ রোধ করতে হবে। আবার সমাধান এটাও নয় যে, মৃতদের প্রতি অসম্মান দেখাতে হবে।”
নুহাশ হুমায়ূনের পোস্টে প্রায় ৯ হাজার রিঅ্যাকশন পড়েছে। যদিও তার ফেসবুকে কমেন্ট সেকশন পাবলিক করা হয়নি, তবু কিছু মন্তব্য এসেছে। বেশিরভাগ মানুষ তাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে ‘একপেশে’ বলছেন।
সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন লিখেছেন, “একেবারেই তাই।” ফাতেমা ইসলাম লুবনা মন্তব্য করেছেন, “ভুক্তভোগীদের সবসময় কথা বলা উচিত, এমনকি ৫০ বছর পরেও। তাদের কখনো চুপ করানো উচিত নয়। পারিবারিক সহিংসতা বিভিন্ন রকমের হতে পারে, আমাদের সেই সব গল্প শুনতে হবে এবং বছরের পর বছর ধরে তারা যে কষ্ট সহ্য করেছেন, তা স্বীকার করতে হবে।”
অর্চি নাঈমা রুকু লিখেছেন, “আমাদের কাছে আবেগগত বুদ্ধিমত্তা নেই। বরং আমাদের আছে, ‘আবেগগত অশিক্ষা’।” নুর ই মুস্তারি মন্তব্য করেছেন, “আপনি যেভাবে আপনার মাকে সমর্থন করছেন, তা দারুণ।”
নুহাশ হুমায়ূনও এই মন্তব্যগুলোতে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, “মৃত্যুর দিন পর্যন্ত আমি আমার মাকে সমর্থন করব। কিন্তু সেটা যেন আমার বাবার প্রতি অবজ্ঞা হিসেবে ভুল বোঝা না হয়। আমি দুজনের প্রতিই কৃতজ্ঞ এবং তাদের কেউ একজন না থাকলে আমি আজকের আমি হতে পারতাম না। আমি গর্বের সঙ্গে আমার নাম বহন করি।” তার এই মন্তব্যেও প্রায় ছয়শ রিঅ্যাকশন পড়েছে।


