বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৫’— আর সেই মঞ্চেই বাংলাদেশ ঝলমল করছে তানজিয়া জামান মিথিলার মাধ্যমে! থাইল্যান্ডের পাক ক্রেতে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে।

১২১টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা কার্যক্রম ও ভোটিং রাউন্ড। আর সেখানে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের প্রতিনিধি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা উঠে এসেছেন ‘পিপলস চয়েজ’ বিভাগে তৃতীয় স্থানে! বুধবার রাত ৮টা পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩১৩।

শুধু তাই নয়, অন্যান্য বিভাগেও মিথিলা দারুণ পারফর্ম করছেন—
‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’তে দ্বিতীয়, ‘বেস্ট ইভিনিং গাউন’ ও ‘বেস্ট স্কিন’ বিভাগেও শীর্ষ তালিকায় রয়েছেন তিনি।

বর্তমানে প্রথম অবস্থানে আছেন ফিলিপাইনের প্রতিযোগী এবং দ্বিতীয় স্থানে চিলির প্রতিনিধি। তবে রাতেই মিথিলা একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন বলে জানা গেছে। ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত, তাই এখন সবার চোখ বাংলাদেশের ভোটের দিকে।

ফুকেটের ইভেন্ট শেষে বর্তমানে পাতায়ায় অবস্থান করছেন মিথিলা। তিনি এক গণমাধ্যমকে বলেন,
“মঙ্গলবার রাতে আমাকে জানানো হয় যে আমি ৩ নম্বরে আছি। বিশ্বাসই করতে পারছিলাম না! শরীর কাঁপছিল, কান্না চলে এসেছিল। এটা আমার জীবনের অবিশ্বাস্য মুহূর্ত।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ, সহকর্মীরা যেভাবে আমার জন্য ভোট চাইছেন—তা আমাকে অভিভূত করেছে। আমি এখন আরও আত্মবিশ্বাসী। প্রতিটি ইভেন্টে সর্বোচ্চটা দিতে চাই।”

মিথিলা জানিয়েছেন, বিচারক ও ভোট—দুটিই বিজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“এখন পর্যন্ত প্রতিটি ইভেন্টে আমার পারফরম্যান্স ভালো হয়েছে। আশা করছি, পরের রাউন্ডগুলোও সেরাভাবে উতরাতে পারব। মঙ্গলবারেই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে বলে শুনেছি,”—যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “এই প্রথম বাংলাদেশ ‘মিস ইউনিভার্স’-এর ইতিহাসে এত ভালো অবস্থানে এসেছে। আমি বিশ্বাস করি, দেশের মানুষ পাশে থাকলে জয়টা অসম্ভব নয়।”

এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে বুধবার (১২ নভেম্বর) রাতে একটি পোস্টে জানিয়েছে,
“দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার। ইনশাআল্লাহ, আজ রাতেই হবে! বাংলাদেশ অদম্য—বাংলাদেশের জন্য ভোট দিন।”

উল্লেখ্য, ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ী তানজিয়া জামান মিথিলা। দেশের পতাকা হাতে একের পর এক ধাপ পেরিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন ইতিহাস গড়ার পথে।

এর আগে ২০১৯ সালে শিরীন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন মিস ইউনিভার্স মঞ্চে। তবে মিথিলার এই সাফল্য বাংলাদেশের জন্য তৈরি করছে এক নতুন মাইলফলক—যা নিয়ে গর্বিত পুরো দেশ।

 

news