ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে অভিনয়ে এসে অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। লম্বা বিরতির পর আবারো আলোচনায় এই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং হঠাৎ বিরতিতে যাওয়ার আসল কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

 ভালো গল্পই শেষ কথা: টেলিভিশন, ওটিটি, এমনকি মঞ্চ!
অভিনয়ের মাধ্যম নিয়ে তিশা স্পষ্ট করে বলেন, “আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী—আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ—যেখানেই হোক না কেন।” তিনি আরও যোগ করেন, “আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।”

 বিরতি ছিল 'সচেতন সিদ্ধান্ত': কিসের প্রস্তুতি নিচ্ছিলেন?
দীর্ঘদিনের বিরতির বিষয়ে তিশা জানান, “একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত।” অর্থাৎ, বড় কিছু নিয়ে আসার জন্যই এই সাময়িক অবসর নিয়েছিলেন তিনি।

নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, “একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।”

 'ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই'
নিজের অবস্থান সম্পর্কে তিশা বলেন, “ভালো কাজ দিয়েই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজের মধ্যেই থাকতে চাই। কাজটা শেষ হলে বিস্তারিত জানাব।”

 ব্রেকিং নিউজ: শাকিব খানের সঙ্গে স্বপ্নের জুটি!
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিশার জুটি বাস্তবে রূপ নিয়েছে! সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

 

news