সোমবার বলিউডের বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। প্রতি বছরের মতো এদিন সকাল থেকে মান্নাতের সামনে ভক্তদের ভিড় – কিং খানকে এক ঝলক দেখার আশায়। কিন্তু এবার সেই স্বপ্ন ভেঙে চুরমার!
প্রতি বছর জন্মদিনে বারান্দায় এসে হাত নাড়েন, ফ্লায়িং কিস দেন শাহরুখ। কিন্তু এবার তিনি আসতে পারেননি।
কারণটা? এখন স্ত্রী গৌরী, সন্তান আরিয়ান-সুহানা-আব্রাম নিয়ে আলিবাগে রয়েছেন কিং খান। তাই আগে থেকে জল্পনা চলছিল – এবার কি মান্নাতের সেই আইকনিক মুহূর্ত মিস করবেন ভক্তরা? শেষমেশ তাই হলো।
                                                                           
                                                                    
                                    
নিজের এক্স অ্যাকাউন্টে শাহরুখ লিখেছেন, ‘কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, নিরাপত্তার কারণে বাইরে এসে আপনাদের সঙ্গে দেখা করতে পারব না। ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে, সবার নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত।’
তিনি আরও লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত। আশা করি আপনারা বুঝবেন। বিশ্বাস করুন, আপনাদের দেখা না পেয়ে আমি আপনাদের চেয়েও বেশি মিস করব।’
শেষে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আপনাদের সঙ্গে দেখা করে এই ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
                                                                           
                                                                    
                                    
                                
                                
	
                                
                    
                                                                                    