ঢাকাই চলচ্চিত্রের 'প্রিয়দর্শিনী' খ্যাত জনপ্রিয় নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার ৩ নভেম্বর তিনি ৫২ বছর বয়স পূর্ণ করলেন। জীবনের বিশেষ এই দিনটিতে তিনি দেশে নেই, বরং সন্তানদের সঙ্গে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী রয়েছেন বাংলাদেশে। স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোমবার ৩ নভেম্বর সকালে ওমর সানী তাঁর ফেসবুকে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন এবং আবেগঘন ভালোবাসার বার্তা দেন।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে চলেছেন। ওমর সানীর ওই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন।

চিত্রনায়িকা মুনমুন লিখেছেন, "শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।" অভিনেত্রী শাহনূর লিখেছেন, "শুভ জন্মদিন আপু।" আইরিন সুলতানা লিখেছেন, "শুভ জন্মদিন।" এমন অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।

'কেয়ামত থেকে কেয়ামত' দিয়ে শুরু, তিন দশকের উজ্জ্বল ক্যারিয়ার
মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাজমুজ্জামান মনি ও মায়ের নাম শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর তিনি 'আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট' প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।

চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ঘটে ১৯৯৩ সালে, সোহানুর রহমান সোহান পরিচালিত কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মাধ্যমে। এই সিনেমায় তিনি প্রয়াত কিংবদন্তি নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বাঁধেন। প্রথম সিনেমাতেই সালমান শাহ ও মৌসুমী নিজেদের অভিনয় প্রতিভা প্রমাণ করেন। এরপর তাঁদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নেন। তারপর থেকে তিন দশকেরও বেশি সময় ধরে মৌসুমী ঢালিউডে তাঁর মেধার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন।

গুণী এই অভিনেত্রী নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ এবং চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

 

news