এই প্রজন্মের উদীয়মান তারকা পারিসা জান্নাত। ছোট পর্দায় একের পর এক নাটক নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা, একাগ্রতা আর কঠোর পরিশ্রম তাকে ধীরে ধীরে গড়ে তুলছে নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখ হিসেবে।
ইতিমধ্যে পারিসার অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মন জয় করেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘নিমক হারাম’, ‘জামাই চতুর শ্বশুর ফতুর’, ‘বউ বাছাই’, ‘দুর্নাম’ ও ‘এ কেমন বিয়ে’র মতো আলোচিত নাটকে। পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক, নাজমুল রনি ও জিয়াউদ্দিন আলম।
সহঅভিনেতাদের সঙ্গে তার দারুণ বোঝাপড়া সবাই প্রশংসা করছেন। জনপ্রিয় তারকা যাহের আলভী, শামীম হাসান সরকার ও রাশেদ সীমান্তের সঙ্গে একাধিক নাটকে জুটি বেঁধেছেন পারিসা। মুক্তির অপেক্ষায় থাকা এসব নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। নির্মাতা ও সহকর্মীরা আশা করছেন, এগুলো তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
                                                                           
                                                                    
                                    
ব্যস্ততা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পারিসা বলেন, “আমি এখন নিয়মিত কাজ করছি। পরিচালকরা যেভাবে আমাকে বিশ্বাস করছেন, নতুন চরিত্রে ভাবছেন – তাতে সত্যিই কৃতজ্ঞ। সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কাজ উপহার দিতে। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কাজ আসছে।”
                                
                                
	
                                
                    
                                                                                    