ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, বুদ্ধিমত্তা আর প্রাণবন্ত উপস্থিতি। অভিনয়, উপস্থাপনা ও গান—সব ক্ষেত্রেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। এবার আবার আলোচনায় এসেছেন নায়ক জায়েদ খানের টক শোতে দেওয়া এক মজার মন্তব্যে।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন নুসরাত ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেন তিনি। সেই সফরের নানা মজার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জায়েদ খানকে নিয়েও করলেন বেশ কিছু খোলামেলা মন্তব্য।

“এখন বাংলাদেশের অর্ধেক মেয়ের ফেভারিট উনি!”

টক শো চলাকালে জায়েদ খানকে নিয়ে প্রশংসা করে ফারিয়া বলেন,

“জায়েদ ভাই ভীষণ মিষ্টি মানুষ। দিন দিন তো আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”

তিনি আরও যোগ করেন,

“আগে থেকেই তিনি জনপ্রিয় ছিলেন, এখন অনেক ফিটও হয়ে গেছেন। ওনার সঙ্গে কাজ মানেই সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও জায়েদ ভাইয়ের সঙ্গে কথা বললেই ভালো হয়ে যায়।”

কানাডা সফরের মজার অভিজ্ঞতা

টক শোতে ফারিয়া শেয়ার করেন কানাডা সফরের এক মজার মুহূর্তও।
তার ভাষায়,

“একদিন উনি হঠাৎ বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুট করে ফেলি।’ আমি ভেবেছিলাম মজা করছেন, কিন্তু উনি সত্যি সত্যিই শুট শুরু করলেন! ওই ফান পার্টগুলো কিন্তু আপনারা দেখেননি, এডিটে কেটে দিয়েছে!”

জায়েদ খানের সঙ্গে ফারিয়ার এমন বন্ধুত্বপূর্ণ কথোপকথন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেক ভক্তই বলছেন, টক শোটির মজার মুহূর্তগুলো তাদের আরও কাছে টেনে নিয়েছে।

 

news