দেশের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আবারও উঠে এসেছেন আলোচনায়—তবে এবার অভিনয়ের কারণে নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের উপলব্ধি নিয়ে খোলামেলা মত প্রকাশের জন্য।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয়—‘সম্পর্ক থেকে আপনি কী শিখেছেন?’ উত্তর দিতে গিয়ে তিনি জানালেন, জীবনের প্রতিটি সম্পর্কই তাকে নতুন কিছু শিখিয়েছে।
তিনি বলেন,
“আমার মনে হয়, প্রত্যেক মানুষই সম্পর্ক থেকে শেখে—হোক সেটা বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, সন্তানের সঙ্গে, বন্ধুর সঙ্গে কিংবা পার্টনারের সঙ্গে। প্রতিটি সম্পর্কই শেখার এক নতুন সুযোগ দেয়।”
মেয়েকে নিয়েই শেখার বড় উপলব্ধি
সাক্ষাৎকারে উপস্থাপিকা মিথিলাকে জিজ্ঞেস করেন, তিনি ব্যক্তিগতভাবে সম্পর্ক থেকে কী শিখেছেন। জবাবে মিথিলা বলেন, তার সবচেয়ে বড় শিক্ষা এসেছে মেয়ের সঙ্গে সম্পর্ক থেকে।
তার ভাষায়,
“আমরা প্রায়ই ভাবি ছোট শিশুরা কিছুই বোঝে না, তাদের কোনো মতামত বা প্রাইভেসি থাকতে পারে না। বাবা-মাকেই সব জানতে হবে, সব নিয়ন্ত্রণ করতে হবে—এটা ভুল ধারণা।”
তিনি আরও যোগ করেন,
“আমি শিখেছি, আমার সন্তানের সঙ্গে সম্পর্কটা হওয়া উচিত দ্বিপাক্ষিক, বোঝাপড়ার এবং বন্ধুত্বপূর্ণ। আমি যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করি, আর ওও যেন আমাকে নিয়ন্ত্রণ করতে না পারে। অবশ্যই আমি দেখব ও কী করছে, কিন্তু ওর মতামতকেও গুরুত্ব দিতে হবে।”
সৃজিত প্রসঙ্গে নীরবতা বজায় রাখলেন মিথিলা
সাক্ষাৎকারে ভারতের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়-এর প্রসঙ্গও তোলা হয়। সাংবাদিক জানতে চান, বর্তমানে তাদের সম্পর্কের অবস্থা কেমন। তবে মিথিলা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি পুরোপুরি বিষয়টি এড়িয়ে যান।
মিথিলার এই সংযত উত্তর নতুন করে জল্পনা তৈরি করেছে, তবে তিনি নিজে বরাবরের মতোই ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ বন্ধ রাখলেন।
                                
                                
	
                                
                    
                                                                                    