বলিউডে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী কাজল। স্বামী অজয় দেবগনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে আলোচনার মাঝেই এবার সামনে এলো তার অতীত প্রেমের নতুন গল্প—আর সেই গল্পে যুক্ত হলেন অভিনেত্রী টুইঙ্কল খান্নাও।
সম্প্রতি এক জনপ্রিয় সাক্ষাৎকারধর্মী শোতে হাজির ছিলেন কাজল ও টুইঙ্কল। সেখানেই দু’জনেই জানালেন, তাদের দু’জনেরই একজন কমন প্রাক্তন প্রেমিক রয়েছে। কথা বলার সময় টুইঙ্কল এ বিষয়টি প্রকাশ করতে গেলে কাজল সঙ্গে সঙ্গেই তাকে থামিয়ে দিয়ে বলেন, “দয়া করে চুপ করো, একেবারে চুপ!”
এতেই শুরু হয়েছে নতুন জল্পনা। বলিউড মহল থেকে সোশ্যাল মিডিয়া—সবার মনেই এখন একটাই প্রশ্ন, সে রহস্যময় প্রাক্তনটি আসলে কে?
শোতে অতিথি ছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী কৃতি শ্যানন। এক রাউন্ডে সবাইকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে বলা হয়।
একটি প্রশ্ন ছিল—
‘বন্ধুর প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়ানো কি ঠিক?’
এই প্রশ্নে কাজল ও টুইঙ্কল দু’জনই না ভোট দেন। কিন্তু ভিকি ও কৃতি এতে দ্বিমত পোষণ করেন। ঠিক তখনই আলোচনার মাঝপথে টুইঙ্কল হেসে কাজলের কাঁধে হাত রেখে বলে ফেলেন,
“আমাদেরও তো একজন কমন প্রাক্তন আছে।”
এই মন্তব্যে কাজল অস্বস্তিতে পড়ে গিয়ে তাকে চুপ করিয়ে দেন।
কাজল ও টুইঙ্কল কেউই নাম প্রকাশ না করায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। নেটিজেনদের মধ্যে এখন চলছে সম্ভাব্য নাম নিয়ে তুমুল আলোচনা—বলিউডে যেন নতুন ধাঁধার জন্ম দিলেন দু’জন তারকা।
