বলিউডের ‘হি ম্যান’ ধর্মেন্দ্র সোমবার অনন্তের পথে চলে গেলেন। ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত। লেজেন্ড অভিনেতার বিদায়ে ক্রিকেট জগতও কাঁপছে।

ক্রিকেটাররা শোক প্রকাশ করছেন। বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। শচীন তেন্ডুলকরকে ‘বীরু’ ধর্মেন্দ্র তার ছেলের মতো ভালোবাসতেন। সেই পুরনো স্মৃতি এখন ভাইরাল।
ধর্মেন্দ্র এক্সে লিখেছিলেন, “দেশের গৌরবশালী শচীনের সঙ্গে হঠাৎ হাওয়াইয়ান ফ্লাইটে দেখা। যতবারই দেখি, মনে হয় ও আমার আদরের ছেলে। জিতে রহো.. লাভ ইউ শচীন।”

শচীনও ছবি শেয়ার করে লিখেছিলেন, “আজ সবার বড় বীরু, ধর্মেন্দ্রজির সঙ্গে দেখা। বীরুদের কথা আলাদা। সবাই ওঁর ফ্যান। কী বলিস বীরু?”
প্রথম বীরু ধর্মেন্দ্র, দ্বিতীয় বীরেন্দ্র সেহওয়াগ। সেহওয়াগ ধর্মেন্দ্রের সঙ্গে দেখা নিয়ে বলেন, ‘নজফগড়ের নবাব’-এর প্রসঙ্গ তুলে।

হরভজন সিং লিখেছেন, “ধর্মেন্দ্রজির প্রতি আন্তরিক শ্রদ্ধা। দেশের আইকন, ভারতীয় সিনেমায় চিহ্ন রেখে গেলেন। চিরকাল স্মৃতিতে থাকবেন।”
‘ছোট বীরু’ সেহওয়াগ বলেছেন, “ধর্মেন্দ্রজি শুধু অভিনেতা ছিলেন না, এক যুগের প্রতীক। সারল্যে তারকা, শক্তিতে হি ম্যান, সোনা মোড়ানো হৃদয়। ছবি, স্টাইল, উষ্ণতা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। মহান শিল্পী, ঈশ্বর আত্মাকে শান্তি দিন। ওম শান্তি।”

 in English, separated by commas, without using any numbering:
Dharmendra death, Sachin Tendulkar Dharmendra post, Bollywood He Man passes away, Dharmendra viral tweet, Harbhajan Singh tribute, Virender Sehwag Dharmendra, Sholay actor death, Dharmendra Sachin son, Indian cricket stars mourn, Dharmendra funeral 2025, Bollywood legend obituary, Sachin Tendulkar emotional post, Dharmendra Veeru, cricket Bollywood bond, Dharmendra age 89 death

news