গত বছর ২০ ডিসেম্বর একই দিনে হলে এসেছিল ‘খাদান’ আর ‘সন্তান’। দুটো ছবিই একদম আলাদা ধরনের, কিন্তু তাতেও দর্শকদের চোখ এড়ায়নি দেব আর শুভশ্রীর মধ্যে চাপা লড়াইটা। এ বছর ‘ধুমকেতু’র প্রমোশনে এক মঞ্চে হাসিমুখে দাঁড়ালেও পরে যা যা ঘটেছে, তাতে দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন কম হয়নি।

এখন আবার দুজনেই ছুটছেন বড়দিনের ছবি নিয়ে। দেবের ‘প্রজাপতি ২’, শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ – দুটো ছবিই বড়দিনে মুক্তি পাচ্ছে! মানে বক্স অফিসে সরাসরি টক্কর তো হবেই।

এর মধ্যেই একই দিনে বেরিয়ে গেল দুই ছবির দুটো গান। ‘প্রজাপতি ২’-এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ আর ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘দেখো দেখো কানাইয়ে’ – দুটো গানই ইউটিউবে ছড়িয়ে পড়তেই ভিউয়ের বন্যা। শুভশ্রীর একদম নতুন দেবী লুক দেখে ফ্যানরা পাগল, আবার দেবের গানে ফিরে এসেছে পুরোনো বাংলা ছবির সেই মিষ্টি নস্টালজিয়া।

দুটো ছবিই আলাদা স্বাদের। কে কতটা দর্শক টানবে, এখনও বলা মুশকিল। তবে একটা জিনিস পাক্কা – দেব আর শুভশ্রীর এই নীরব লড়াই আগেভাগেই জমে উঠেছে। আর এই প্রতিযোগিতায় তৃতীয় চমক হয়ে আসছেন কোয়েল মল্লিক, যিনি মিতিন মাসি হয়ে আবার বড় পর্দায় ফিরছেন।

‘প্রজাপতি ২’-এ ফের একসঙ্গে দেব আর মিঠুন চক্রবর্তী। দেবের নায়িকা জ্যোতির্ময়ী। গল্পটা এক সিঙ্গেল বাবার ছেলেকে নিয়ে লড়াই আর দুশ্চিন্তার।
আর সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে শুভশ্রীর সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক, আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত।

বড়দিনের রিলিজ, নতুন গানের হিট, তারকাদের জোরকদমে প্রচার – সব মিলিয়ে এবারের উৎসবের মরশুমে দেব-শুভশ্রীর এই পর্দার লড়াই দর্শকদের জন্য দারুণ রোমাঞ্চ নিয়ে আসছে। কে জিতবে? অপেক্ষা একটু বাকি!

Dev vs Subhashree, Christmas box office clash, Prajapati 2, Laho Gauranger Naam Re, Dev new movie, Subhashree new look, Koel Mallick Mitin Mashi, Bengali cinema Christmas release, Dev Mithun Chakraborty, Srijit Mukherji new film, Bengali movie songs 2025, Tollywood box office battle, Dev Subhashree rivalry, Christmas Bengali movies, Bengali film news

news