প্রায় ১৪ বছর ধরে চলা দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। অস্ট্রেলিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হগ-এর সঙ্গে তাঁর বিবাহবন্ধন এবার ভেঙে যাচ্ছে। এই দম্পতির তিন সন্তানও রয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেই এই বিয়েবিচ্ছেদের খবর শোনান সেলিনা। শুধু ঘোষণাই নয়, স্বামী পিটারের বিরুদ্ধে নির্যাতন ও মানসিক নিপীড়নের অভিযোগ এনে তিনি আদালতেও মামলা করেছেন।
সেলিনার বক্তব্য, পিটার অত্যন্ত নিষ্ঠুর এবং সবসময় তাঁকে নিয়ন্ত্রণ করতে চাইতেন। শুধু মানসিক ভাবেই নন, শারীরিকভাবেও নির্যাতনের শিকার হতে হতো তাঁকে।
সেলিনার দেওয়া অভিযোগপত্রে আরও একটি মর্মস্পর্শী দাবি উঠে এসেছে। তিনি জানিয়েছেন, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় পিটারের সঙ্গে রয়েছে। পিটার ইচ্ছাকৃতভাবেই সন্তানদের সঙ্গে তাঁর যেকোনো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
এর পাশাপাশি, সেলিনা তাঁর ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতাকেও 'পঙ্গু' করে দেওয়ার অভিযোগ এনেছেন স্বামীর বিরুদ্ধে। পিটারকে ‘নার্সিসিস্টিক’ বা আত্মম্ভরিতাসিক্ত আখ্যা দিয়ে অভিনেত্রী বলেছেন, স্ত্রী ও সন্তানদের প্রতি পিটারের মধ্যে কোনো ধরনের দয়া-মায়া বা সহানুভূতি নেই।
বলিউড সূত্রগুলি থেকে জানা গেছে, সেলিনা জেটলির করা আবেদনের ভিত্তিতে মুম্বাই আদালত ইতিমধ্যেই পিটার হগ-এর কাছে আইনি নোটিশ পাঠিয়েছে। এই মামলার প্রথম শুনানি হবে ১২ ডিসেম্বর। সকলের চোখ এখন আদালতের রায়ের দিকেই।
Celina Jaitley divorce, Peter Haag abuse case, Bollywood celebrity divorce, mental abuse in marriage, narcissistic husband, domestic violence case Mumbai, Celina Jaitley legal battle, Indian actress divorce news, child custody battle, celebrity marriage breakdown, Celina Jaitley husband, Bollywood news, Mumbai court case, domestic violence law India, high-profile divorce India
