ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়ক আদর আজাদ একের পর এক অভিনয় ও নতুন জুটিতে দর্শককে চমক দিচ্ছেন। বুবলী ও পূজা চেরির সঙ্গে সফল কাজের পর এবার বড়সড় চমক—প্রথমবারের মতো ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাসের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
বিশ্বস্ত সূত্রের খবর, একসঙ্গে দুটি নতুন সিনেমায় দেখা যাবে আদর-অপুকে। প্রাথমিক আলোচনা শেষ, সবকিছু এখন ‘চূড়ান্ত’। খুব দ্রুতই শুটিং ফ্লোরে গড়াবে প্রথম সিনেমার কাজ। আনুষ্ঠানিক ঘোষণা আরও কয়েক দিনের মধ্যে আসতে পারে।
সূত্র জানায়, প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। গল্প, বাজেট, লোকেশন—সবকিছু প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আদর ও অপু কেউই মুখ খুলতে নারাজ। গুঞ্জন থেমে নেই, তবে তারা এখনও তা স্বীকার করেননি।
সম্প্রতি আদর শেষ করেছেন ‘পিকনিক’ ও ‘ট্রাইব্যুন্যাল’ সিনেমার কাজ। অন্যদিকে অপু বিশ্বাসও একাধিক নতুন প্রজেক্টের প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন। তার শেষ সিনেমা ‘ট্র্যাপ’ মুক্তি পেয়ে আলোচনায় এসেছে।
আদরের সর্বশেষ সিনেমা ‘টগর’–এ তার সহশিল্পী ছিলেন পূজা চেরি। এবার নতুন জুটি হিসেবে দর্শক আদর-অপুর কেমিস্ট্রি কেমন হবে, তা দেখার বিষয়।
নতুন জুটি দর্শকদের মন জয় করতে পারবে কি না, সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
