বলিউডের কিং শাহরুখ খান— সিনেপর্দায় যার উপস্থিতি মানেই জাদু। এবার সেই তারকাকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, তার কলেজের দ্বাদশ শ্রেণির পুরোনো মার্কশিট হঠাৎ করেই ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়ে গেছেন অনেক ভক্ত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের ভাইরাল হওয়া এই মার্কশিটটি দিল্লির হংসরাজ কলেজে ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত অধ্যয়নকালীন সময়ের। জানা গেছে, অভিনয়ে নাম লেখানোর আগেই পড়াশোনায় তিনি ছিলেন যথেষ্ট মনোযোগী— মার্কশিটে তার নম্বরগুলোই তা প্রমাণ করছে।

অর্থনীতিতে স্নাতক করার সময়কার এই ফলাফলে দেখা যায়, শাহরুখ খান ইলেকটিভ বিষয়ে পেয়েছিলেন ৯২ নম্বর। এছাড়া অংক ও পদার্থবিদ্যায় পেয়েছিলেন যথাক্রমে ৭৮ নম্বর। তবে ইংরেজিতে নম্বর ছিল তুলনামূলক কম— মাত্র ৫১।

মার্কশিটে উল্লেখিত জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫, যা বাস্তব তথ্যের সঙ্গেই মিলে যায়। পাশাপাশি রয়েছে তার বাবা-মায়ের নাম, এমনকি তার সাদাকালো ছবিও। সব মিলিয়ে ভক্তরা নিশ্চিত হয়েছেন— এটি যে সত্যিই তাদের প্রিয় বলিউড বাদশার কলেজের ফলাফল।

শাহরুখ খান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। সেই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে বড় পর্দায় আসার আগেই ছোট পর্দার বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে নিজেকে পরিচিত করে তুলেছিলেন তিনি।

 

news