ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য, যা সাধারণত সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেখানে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তিনি এই রাজ্যগুলোতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন। বিষয়টি জানিয়েছে ইকোনমিক টাইমস।
চলতি বছর রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে উপস্থিত হয়ে মুকেশ আম্বানি জানান, তিনি এই অঞ্চলে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়নের ওপর গুরুত্ব দিতে চান। তার বিশ্বাস, ভবিষ্যতে এই রাজ্যগুলো সিঙ্গাপুরের মতো উন্নত ও আধুনিক হয়ে উঠবে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যেই গত চার দশকে এই অঞ্চলে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ হাজার কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, “এই রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে এই সম্ভাবনা জাগিয়ে তোলার।”
সেভেন সিস্টার্সের উন্নয়নে মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন, জিও ইতিমধ্যেই এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে এবং ভবিষ্যতে এটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
