ঈদুল আজহার আগে সারা দেশের এমপিওভুক্ত ৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন শিক্ষক ও কর্মচারীর জন্য এসেছে আনন্দের খবর। শিক্ষা মন্ত্রণালয় তাদের উৎসব ভাতা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে। আগামীকাল সোমবার (৩ জুন) থেকেই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
উৎসব ভাতার প্রস্তাব ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। যাদের এই ভাতা প্রদান করা হচ্ছে, তাদের মধ্যে ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন স্কুলের এবং ৮৭ হাজার ৪৭ জন কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন।
গত ২৯ মে সরকারি আদেশ (জিও) জারি করা হয় এবং তা আইবাস ডাবল প্লাস সিস্টেমে পাঠানোর নির্দেশ দেয়া হয়। ঈদুল আজহা উপলক্ষে শিক্ষকরা তাদের মূল বেতনের ৫০ শতাংশ পরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে পাবেন। তবে কর্মচারীদের জন্য এ ভাতার হার পূর্বের মতোই থাকছে; বাড়ানো হয়নি।
২৬ মে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক সম্মতিপত্রে উৎসব ভাতা সংক্রান্ত বিষয়টি উত্থাপন করা হয়। এতে উল্লেখ করা হয়, জিও জারির তারিখ থেকেই এই ভাতা কার্যকর হবে এবং তা অর্থ বিভাগে পাঠানোর জন্য চারটি কপি জমা দিতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তে শিক্ষকমহলে স্বস্তি ফিরেছে। বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার মধ্যে এই উৎসব ভাতা তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


