ইউক্রেনে ৪১০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা পাঠাবে সৌদি

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিয়েভে দেখা করার পর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

তার এই সংবাদ সম্মেলনটি আল এখবারিয়া টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।

সৌদির এক শীর্ষ কূটনীতিক সহায়তার বিষয়ে বলেন, দেশটির মানবিক দুরবস্থা কাটিয়ে উঠতে সৌদি সরকার এ সাহায্যের ঘোষণা দিয়েছে।

রিয়াদের ইল শার্ক টিভি চ্যানেল সূত্রে জানান গেছে, রিয়াদ ও কিয়েভের মধ্যে মানবিক সহায়তা ও তেল কেনার ব্যাপারে অর্থ বরাদ্দের একটি সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

এই অনুদানের ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ও ৩০০ মিলিয়ন ডলার তেল কিনতে দেশটিকে দিচ্ছে সৌদি। ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়েরকাম তথ্যটি নিশ্চিত করেছেন।

দেশটির শান্তি স্থাপনে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আল সউদ।

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দেশটিতে এবারই প্রথম সৌদি পররাষ্ট্র মন্ত্রী সফরে গেলেন।

এনবিএস/ওডে/সি

news