৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল ২০২০ সালের জুলাই মাসে। কিন্তু বিবিসির প্রতিবেদনে সময়সীমা ৯৪৫ দিন বলা হলেও  সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ৯৫৯ দিন। অমান্য করলে পাঁচ হাজার হংকং ডলার (এক হাজার মার্কিন ডলার) জরিমানারও বিধান ছিল। শহরটির নেতা জন লি বিবিসিকে বলেছেন, হংকংয়ে ভাইরাস নিয়ন্ত্রণে আছে, ফিরে আসার বড় ধরনের লক্ষণও দেখা যাচ্ছে না’।

মঙ্গলবার উল্লিখিত গণমাধ্যমটিকে তিনি বলেছেন, মাস্কের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে হংকং স্বাভাবিক জীবনে ফেরা শুরু করবে। এ বছর, সামনের বছরগুলোতে আমরা পূর্ণোদ্যমে অর্থনীতি ও উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়বো।

হংকং মূলত ভাইরাস নির্মূলে শূন্য কোভিড নীতি’সহ চীনের মূল ভূখণ্ডের কৌশলগুলোই অনুসরণ করেছে। কঠোর কোয়ারেন্টিন, উন্মুক্ত স্থানে লোক সমাগম সীমিত, নার্সিং হোমে দর্শনার্থীর সংখ্যা কমিয়ে দেওয়াসহ কোভিড মোকাবিলায় আরও অনেক বিধিনিষেধ ছিল হংকংয়ে। তবে সেসব বিধিনিষিধের বেশিরভাগই গত বছরের শেষ দিকে তুলে নেওয়া হয়েছিল।

এনবিএস/ওডে/সি

news