‘চীন ও বেলারুশ কখনো তৃতীয় কোন দেশের বিরুদ্ধে কাজ করার পরিকল্পনা করেনি’

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো বলেছেন, তার দেশ এবং চীন কখনো তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কাজ করার চিন্তা করেনি।

আজ (বৃহস্পতিবার) তিনদিনের সরকারি সফরে চীন পৌঁছে একথা বলেছেন তিনি।চীনের সঙ্গে বেলারুশে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লুকাশেনকো বলেন, চীনের সঙ্গে এই সুসম্পর্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে মিনস্ক অন্য কোন দেশের ক্ষতি করার চিন্তা করে না।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠকের সময় লুকাশেনকো বলেন, "আমরা আপনাদের সাফল্য কামনা করি যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ চায়না যদি শক্তিশালী হয় তাহলে বেলারুশও শক্তিশালী এবং উন্নত হবে।"

লুকাশেনকো বলেন, “আমরা আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এবং আপনারা যে জ্ঞানভিত্তিক উন্নয়ন করেছেন তার প্রশংসা করছি। আপনারা আপনাদের পথে এগিয়ে গেছেন, কাউকে ক্ষতি করে নয় এবং আপনারা কখনো কাদা ছোড়াছুড়ি করেননি; যে কারণে সব মানুষ আপনাদের দিকে ছুটে গেছে। এটি চীনের জনগণের চরিত্র এবং বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে 

news