পশ্চিমাদের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে: অরবান

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের যুক্তি আমি বুঝতে পেরেছি কিন্ত দেশটিতে আগ্রাসনের বিষয়টি তিনি স্বীকার করেননি। সুইজারল্যান্ডের ডাই ওয়েল্টঅশির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অবরবান।

এ সময় তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে ইঙ্গিত করে বলেন, এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদেরকেই ভূমিকা রাখতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের সঙ্গে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু, ন্যাটোর সম্প্রসারণসহ নানা বিষয়ে আলোচনা করেছেন বলে উল্লেখ করেন তিনি।

ভিক্টর অরবান বলেন, এসময় রুশ প্রেসিডেন্ট ন্যাটোতে হাঙ্গেরির সদস্যপদে তার দেশের কোন আপত্তি নেই বলে তাকে জানিয়েছেন। শুধুমাত্র জর্জিয়া ও ইউক্রেনের বিষয়েই পুতিনের আপত্তি রয়েছে বলেও জানান তিনি।
 পোল্যান্ড ও রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল ঘাটি, ন্যাটো ইস্যু, মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি ঘটায় পুতিনের রাতের ঘুম হারাম করে দিয়েছে বলেও জানান অরবান।

তবে পশ্চিমারা মিলেই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রেখে একটি শক্ত অবস্থান গড়তে পারে বলে অভিমত প্রধানমন্ত্রী অরবানের।

এনবিএস/ওডে/সি

news