এক মাসেই ২৯ লক্ষের বেশি ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ! কেন এমন সিদ্ধান্ত


হোয়াটসঅ্যাপ (Whatsapp ) বন্ধ করে দিল প্রায় ২৯ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট! শুধুমাত্র জানুয়ারি মাসের হিসেব এটা। হোয়াটসঅ্যাপ প্রতি মাসেই নিজেদের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টেই দেখা গেল এই পরিসংখ্যানটি।
কিন্তু কেন?
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই জানুয়ারি মাসে ২৯ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানোর কারণে এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কীভাবে বোঝা যাবে কোন অ্যাকাউন্ট থেকে বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে পড়ছে?
মূলত কয়েকটি ধাপে এই অ্যাকাউন্টগুলির ওপর নজরদারি চালানো হয়। আপনার অ্যাকাউন্ট থেকে কী কী মেসেজ পাঠানো হয় তা নজরে থাকে। এছাড়াও সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে কতগুলি ব্লক ও রিপোর্ট জমা পড়েছে, তাও খতিয়ে দেখা হয়। সেইসব খতিয়ে দেখেই এক মাসে ভারতের প্রায় ৩০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।


খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে

news