জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়া সাংঘর্ষিক বিষয়: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক প্রধান জোশেপ বোরেল শুক্রবার এমন মন্তব্য করেছেন। তাস ভারতের নয়াদিল্লীতে তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশটিকে বহু পাক্ষিকতার অভিযোগ এনে জোর করে বাদ দেওয়ার বিষয়টি খুবই সাংঘর্ষিক। একজন সাংবাদিক প্রশ্ন করেন কেন এখনই রাশিয়াকে এ সংস্থা থেকে বাদ দেওয়া হচ্ছেনা আর এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।     

বোরেল আরও বলেন, আমাদের উচিত সবার কথাই মনোযোগ দিয়ে শোনা। এর আগে বালিতে অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের উপস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, সেবারে তিনি কারও কথা না শুনে শুধু আসলেন আর গেলেন। কিন্তু এবারে তিনি বেশ কিছুক্ষণ থেকে সবার কথা শুনেছেন যা ইতিবাচক ইঙ্গিত বহন করে। আশা করছি একটি শক্তিশালী উন্নয়ন যাত্রার দিকে আমরা ধাবিত হচ্ছি।

যে যাই ভাবুক আর বলুক সবার চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে বলেও বোরেল এসময় মন্তব্য করেন।

এনবিএস/ওডে/সি

news