ইরান কূটনৈতিক প্রক্রিয়ায়ই নিজের ন্যায়সঙ্গত অধিকার আদায় কবে: মুখপাত্র

ইরান নিজের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি একথা জানিয়েছেন।

তিনি গতকাল (সোমবার) সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, ইরান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে; কারণ, তেহরান মনে করে, এই প্রক্রিয়ায়ই ইরান তার ন্যায়সঙ্গত অধিকার কার্যকরভাবে আদায় করতে পারবে।

কানায়ানি বলেন, বহুপাক্ষিক কূটনীতিতে গভীর বিশ্বাস আছে বলেই ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে ইরান। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আইএইএ’র মহাপরিচালক সম্প্রতি তেহরান সফর করেন এবং এ সফরে উৎসাহব্যাঞ্জক ফল পাওয়া গেছে।

যারা কূটনীতির পথ পরিহার করে ভিন্ন উপায়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায় আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতার ফলে তাদের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে কানয়ানি আশা প্রকাশ করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/এক

news