ইউক্রেন সংকট হতে উত্তরণ সম্ভব কুইন গ্যাং
দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক সংবাদ সম্মেলনের এক ফাকে একথা বলেন। তাস
তিনি বলেন, এট একটি মর্মান্তিক বিষয় তবে তা পরিহার করে নতুন করেও কিছু ভাবা যেতে পারে।
এ সংকটটি সবার জন্য একটি দুঃখজনক বার্তা। আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ব্যাবস্থা জনিত সাংঘর্ষিক ইস্যুগুলোই আজ এই সংকটের ফলাফল।
তবে চীন সবসময় ডায়লগের পক্ষে জানিয়ে গ্যাং বলেন, এভাবে নিষেধাজ্ঞা জারি করা হলে প্রকৃতপক্ষে সমাধান আসবেনা।
এনবিএস/ওডে/সি


