আমআদমির শিশোদিয়াকে বিচারিক কারাগারে প্রেরণ

সোমবার ভারতের দিল্লী আদালত তার বিরুদ্ধে আনা মদ কেলেঙ্কারির অভিযোগে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত ক্রিমিনাল ব্যুরো অব ইনভেষ্টিগেশনের তদন্তের প্রেক্ষিতে সিবিআই এ আদেশটি দিয়েছেন।  শিশোদিয়া সাবেক উপ মূখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

পড়ে তাকে  তিহার জেলে নেওয়া হয়। স্পেশাল জজ এম. কে. নাগপাল এক আদেশে জানান, এ মুহুর্তে পুলিশি হেফাজতে রাখার দরকার নেই বিধায় ২০ মার্চ পর্যন্ত বিচারিক কারাগারে আসামীকে রাখার জন্য আবেদনটি এরইমধ্যে পুলিশের কাছে নির্দেশ হিসবে পাঠানো হয়েছে।  এদিকে সিবিআই জানিয়েছে, ১৫ দিন পর আবারও তারা রিমান্ডের জন্য আবেদন করবে আদালতের কাছে।

কারাগারের অভ্যন্তরে চশমা, ভগবত গীতা, একটি ডায়েরি ও কলম তার সঙ্গে দেওয়ার জন্য আদেশও দিয়েছেন আদালত।

এর আগে ৪ মার্চ সিবিআইয়ের করা ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।  আগামী ১০ মার্চ শিশোদিয়ার জামিন শুনানীর দিন ধার্য্য করেছেন আদালত।    

এ মামলায় সাক্ষী হিসবে সাবেক ভ্যাট কমিশনার আরভা গোপি কৃষ্ণা সাক্ষী এসময় আদালতে উপস্থিত থেকে তার জবানবন্দী দেন আদালতে।

শিশোদিয়া আদালতকে বলেন, আমার উপরে থার্ড ডিগ্রী না দেওয়া হলেও একই প্রশ্ন নয় ঘন্টা ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছে সিবিআই।
সংস্থাটি গত ২৬ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে।

এনবিএস/ওডে/সি

news