বাখমুতের পূর্বাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ওয়াগনার প্রধানের

ইউক্রেনের বাখমুত শহর দখলের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ার বেসরকারি সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ। এই গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইতোমধ্যে বাখমুত শহরের পূর্বাঞ্চল পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় এমন দাবি করেছেন তিনি।

এরআগেও বিভিন্ন সময়ে প্রিগোজিন আগাম সাফল্যের দাবি করেছিলেন। তবে তার এই দাবির সত্যতা কখনও পাওয়া যায়নি। গত মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাখমুতে আমাদের সেনাদের প্রধান কাজ হলো শত্রুদের যুদ্ধসক্ষমতা নিরূপণ করা। তাদের যুদ্ধ সক্ষমতা ভেঙে দেওয়া এবং এই পন্থা অবলম্বন করেই বাখমুত দখল করা।

গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী অবরুদ্ধ শহর বাখমুত দখল করলে, পূর্ব ইউক্রেনে প্রবেশের জন্য আলাদা একটি প্রবেশের রাস্তা তৈরি করা হবে।

এনবিএস/ওডে/সি

news