সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তার দেশ।

গতকাল (সোমবার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি জানান, এরইমধ্যে ইরানের সামরিক বাহিনী সফলতার সঙ্গে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে এবং গণভাবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। 

এই ক্ষেপণাস্ত্র উৎপাদনের মধ্যদিয়ে ইরান বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম শক্তিতে পরিণত হতে যাচ্ছে যাদের কাছে এই প্রযুক্তি আছে। 

জেনারেল বাকেরি জানান, নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৮ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং চূড়ান্ত পর্যায়ে এর পাল্লা দাঁড়িয়েছে ১৫০০ কিলোমিটার। তিনি জানান, অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম।

জেনারেল বাকেরি আত্মতৃপ্তির সাথেই বলেন, “এখন ইরানের সমুদ্রসীমা থেকে দেড় হাজার কিলোমিটার দূরবর্তী অবস্থানে থাকা শত্রুর বিমানবাহী যুদ্ধজাহাজ কিংবা নৌবহর আর নিরাপদ থাকবে না। এটি আমাদের অভিজাত তরুণ প্রজন্মের জন্য বিরাট অর্জন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে 

news