আঞ্চলিক সমস্যা নিরসনে সৌদির ভূমিকাকে স্বাগত জানাল রাশিয়া

বৃহস্পতিবার বিশ্ব আলোচনার এজেন্ডায় এটিকে প্রাধান্য দেওয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল বিন ফারহান আল সৌদকে অভিনন্দন জানিয়েছেন।

মস্কোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, সমস্যা সমাধানে দেশটি সক্রিয় ভূমিকা রাখতে এগিয়ে আসায় শুধু অঞ্চলগত নয় বরং বিশ্ব সংকটের একটি সঠিক সমাধানের দিক নির্দেশনা আমরা পেতে যাচ্ছি।

এসময় তিনি দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা দেশ দুটির সর্বোচ্চ নেতাদের (ভ্লাদিমির পুতিন ও সালমান বিন আব্দুল আজিজ) সমন্বয়ে একটি শক্তিশালী চুক্তি করতে প্রস্তত।     

এমনকি সৌদি ও রাশিয়ার আন্তঃবিভাগীয় সহযোগিতার আওতায় দুই দেশের মন্ত্রীদের সবসময় যোগাযোগ থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সম্পর্ক দৃঢ় করার খুব কাছাকাছি রয়েছি। আমি বিশ্বাস করি আজকের এই বৈঠকের পর খুব দ্রুতই যৌক্তিক সকল সমস্যা সমাধানে আমরা আরও একধাপ এগিয়ে গেছি।

এনবিএস/ওডে/সি

news