মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন হলো তেহরানে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়ার পরও অসম্পন্ন প্রকল্পগুলো সফলতার সঙ্গেই শেষ করা হবে।

গতকাল (বুধবার) রেসিডেন্ট রায়িসি তেহরানের উপকণ্ঠে অবস্থিত মাহদি ক্লিনিক হসপিটাল নামে এই এক হাজার শয্যার ১৮ তলা বিশিষ্ট হাসপাতাল ভবনটি উদ্বোধন করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এটিই হচ্ছে ইরানে নির্মিত সবচেয়ে বড় স্বাস্থ্য প্রকল্প।


২০১১ সালে মাহাদি ক্লিনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়। এই হাসপাতালে ৩৮০ জন ডাক্তার ও মেডিকেল প্রফেসর স্থায়ীভাবে কাজ করবেন যা থেকে দেশের বিরাট সংখ্যক মানুষ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা পাবে।

হাসপাতাল উদ্বোধনের পর প্রেসিডেন্ট রায়িসি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে যে সমস্ত প্রকল্প আটকে ছিল সেসব প্রকল্পে তার সরকার অর্থ যোগান দেবে। তিনি আরো বলেন, অতীতের চেয়ে ইরানে এখন অনেক বেশি উন্নত স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে এবং বেশিরভাগ প্রাদেশিক রাজধানী মধ্যপ্রাচ্য অঞ্চলে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।


ইরানি প্রেসিডেন্ট আরো বলেন, ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর বিষয়ে তার দেশ সাম্প্রতিক সময়ে অন্য দেশগুলোর ওপর নির্ভরতা ব্যাপকভাবে কমাতে সক্ষম হয়েছে।

গতকাল প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট রায়িসির সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত হাসপাতালে বেডের সংখ্যা ১৫ হাজার বাড়িয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২৩/ একে 

news