জার্মানিতে গির্জায় গোলাগুলিতে নিহত ৭, আহত ২৫
জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গে একটি গির্জায় গোলাগুলির ঘটনায় ৭জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে এ হামলার ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বে জার্মানির গণমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী এই গোলাগুলিতে নিহত ছয়-সাত জনের মধ্যে বন্দুকধারীও আছেন কিনা তা পরিষ্কার নয়। এ হামলার কোনও নির্ভরযোগ্য তথ্য নেই পুলিশের কাছে। গুজব না ছড়ানোর অনুরোধও করা হয়েছে।
বিপর্যয় সতর্কীকরণ অ্যাপের মাধ্যেমে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। বাসিন্দাদের অবশ্যই বাড়ির ভিতরে থাকতে এবং এলাকাটি এড়িয়ে চলতে বলা হয়েছে। গির্জার আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছে তারা একটি মৃতদেহ পেয়েছেন যেটি দেখে তারা মনে করছেন তা হামলাকারীর। তবে এ বিষয়ে তদন্ত এখনও চলছে।
এনবিএস/ওডে/সি