মোরগের নিরাপত্তা চেয়ে থানায় গৃহকর্ত্রী

ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রাইপুরের রতনপুর থানা এলাকায়। মোরগের মালিক জানকী বাঈ বিজ্ঝর।

জানা গেছে, পাশের বাড়ির বুগল এবং দুর্গার মোরগটির ওপর নজর পড়েছে। পোষ্য মোরগের জন্য পুলিশি নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন এক নারী। তার ধারণা, প্রতিবেশীদের কুনজরে পড়েছে তার মোরগ। ফলে মোরগটি হুমকির মুখে। যে কোনো সময় করা হতে পারে চুরি। তাই তিনি থানায় নালিশ জানাতে বাধ্য হয়েছেন।

তারা মোরগটি জবাই করে মাংস খাওয়ার ধান্দা করছে। এর মধ্যে একবার সেটি চুরিও করে নিয়েছিল তারা। পরে ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ফেরত আনা হয়। ফলে মোরগের নিরাপত্তার জন্য তাকে থানায় আসতে হলো।

রতনপুর থানার পুলিশ জানায়, দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। ঝামেলা না মিটলে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

এনবিএস/ওডে/সি

news