আফগানিস্তানে প্রেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত ১

আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরীফ শহরে সাংবাদিকদের একটি পুরস্কার অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে অন্তত একজন এবং আহত হয়েছে আরও পাঁচজন। তালিবান পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি জানিয়েছেন, শনিবার সকাল ১১ টায় পুরস্কার অনুষ্ঠানের জন্য সাংবাদিকরা জড়ো হওয়ার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাজার-ই-শরিফে বোমা হামলায় প্রাদেশিক গভর্নর দাউদ মুজমাল এবং আরও দুই জন নিহত হওয়ার ঠিক দুই দিন পর একই ঘটনা আবারও ঘটেছে। শনিবারের বিস্ফোরণে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহত ৫ জনের মধ্যে সাংবাদিকও অন্তভূক্ত ছিলেন। আরিয়ানা নিউজ টেলিভিশন স্টেশনের একজন প্রতিবেদক নাজীব ফরিয়াদ বলেন, বিস্ফোরণের পর তিনি অনুভব করেন যেন কেউ তাকে পিঠে আঘাত করেছে। কেউ তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। তবে  ধারণা করা হচ্ছে এই হামলার জন্য আইএস গোষ্ঠীই দায়ী।

এনবিএস/ওডে/সি

news