সিরিয়ায় বিরল বিমান হামলায় তিনজন আহত

স্থানীয়রা জানিয়েছেন এই হামলার জন্য ইসরায়েল দায়ী। হামলাটি সিরিয়ার পশ্চিমতীরের মাসইয়াফ শহরে সংঘটিত হয়েছে।

দেশটির আরব নিউজ এজেন্সী (সানা) জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসময় হামলার স্থল হতে কুণ্ডলী পাকানো ধোয়া বের হওয়ার দৃশ্য দেখা গেছে। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থাকে ফাঁকি দিয়ে বেশ কয়েকটি মিসাইল ঘটনাস্থলে আঘাত হানে।

এদিকে ইসরায়েল এখন পর্যন্ত হামলার বিষয়ে কোন দায় স্বীকার করেনি।

ইসরায়েলের রেডিও ১০৩ এফএমকে দেশটির সামরিক মুখপাত্র তেল লেভ রাম জানান, এটি দিনের আলোতে সংঘটিত হওয়ায় সবাই দেখতে পারবেন কারা আসলে হামলাটি চালিয়েছে।  

তিনি আরও বলেন, লেবানন সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটিতে অনেক গুলো গবেষণাগার রয়েছে। আর ইচ্ছা থাকলে এসব গবেষনাগার হতে তাৎক্ষনিকভাবে হামলার নিশানা পাবার সঙ্গে সঙ্গে বার্তা পাঠানোর ব্যাবস্থাও থাকার কথা ছিল।

এর আগে গত সপ্তাহে মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণবাহী একটি গাড়ীতে বিমান হামলার ঘটনা ঘটে। গাড়ীটি দেশটির আলেপ্পো আন্তর্জাতিক বিমান বন্দর হতে বের হওয়ার সময় বিমান হামলার হামলার শিকার হয়। সেসময় ইরানের সামরিক বাহিনীর দিকে এই হামলার ইঙ্গিত করেছিল দেশটির কর্তৃপক্ষ।

এনবিএস/ওডে/সি

news