স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের ঘটনায় সন্দেহভাজন ইরানে শতাধিক ব্যক্তি গ্রেপ্তার

ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে তেহরান সহ বিভিন্ন শহর থেকে যেসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে। প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্কুলছাত্রীদের স্কুলে যাওয়ার ব্যাপারে ভীতি ছড়ানো, স্কুল বন্ধ করে দেওয়া ছাড়াও ক্ষতিকর নয় অথচ গন্ধযুক্ত গ্যাস ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি চিহ্নিত করা হয়েছে।

ইরানে মাহশা আমিনের মৃত্যুর পর এধরনের গ্যাস ছড়িয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে বলে অনেক অভিভাবক শঙ্কা করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন এধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা ক্ষমাহীন অপরাধ করেছে। দোষী সাব্যস্ত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে এধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল চক্রান্তকারীরা। গত নভেম্বরে ইরানে এধরনের ঘটনা প্রথমবার ঘটলে অন্তত ১৮ জন স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত স্কুলছাত্রীদের কেউ কেউ বলেন, তীব্র গন্ধযুক্ত গ্যাস তাদের নিঃস্বাস আটকে যায়। বমি বমি ভাব সৃষ্টি হয়।

এনবিএস/ওডে/সি

news