সিলভার হুডেড গাউনে অস্কারের মঞ্চে মালালা ইউসুফজাই, সঙ্গে স্বামী আসার মালিক
                                            
                                            
 মালালা ইউসুফজাই (Malala Yousafzai)। নোবেল জয়ী, পাকিস্তানের মানবাধিকার কর্মী হিসেবেই তাকে জানেন সকলে। তার লেখা বইও আছে। এবার চলচ্চিত্র দুনিয়ায় পা রাখলেন মালালা। আর সেকারণেই প্রথমবার তাকে দেখা গেল অস্কারের মঞ্চে(Oscar ceremony)।

স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অস্কারের অনুষ্ঠানে দেখা গেল মালালাকে। তাঁর প্রযোজিত স্বল্প দৈর্ঘের ছবি ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল। পুরস্কার না পেলেও অস্কারের মঞ্চে মালালার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মালালা এসেছিলেন তার স্বামী (husband) আসার মালিকের সঙ্গে। রেড কার্পেটেও মালালা ক্যামেরার মুখোমুখি হলেন তাঁর স্বামীর সঙ্গেই। দু’জনেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দিলেন সাবলীলভাবে।

মালালা একটি সিলভার হুডেড গাউনে সেজেছিলেন। জমকালো পোশাক আর লাল লিপস্টিকে তাঁকে মানিয়েছিল বেশ। পাশাপাশি মানানসই গয়নাও পরেছিলেন মালালা।

মালালার স্বামী পরেছিলেন একটি ক্লাসিক কালো ল্যাপেল জ্যাকেট, সাদা শার্ট এবং ম্যাচিং কালো প্যান্ট।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

news