কূটনৈতিকভাবে আরো বিচ্ছিন্ন হলো তাইওয়ান

হন্ডুরাস সরকার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এতে তাইওয়ানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন চীনের প্রচেষ্টা আরো এক ধাপ এগুলো। স্বশাসিত দ্বীপ তাইওয়ানে ২০১৬ সালে তাসাই ইংওয়েন প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের ওপর চাপ দিয়ে যাচ্ছে বেইজিং।
হন্ডুরাসের প্রেসিডেন্ট বলেন যে, তারা পিপলস রিপাবলিক অব চাইনার সরকারকে স্বীকৃতি দিতে চায় বলে ঘোষনার পর তাইওয়ানে দেশটির রাষ্ট্রদূত হ্যারোল্ড বার্গোস আজ বুধবার তাইপে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

হন্ডুরাস বলেছে যে, তারা পিপলস রিপাবলিক অব চাইনার সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। হন্ডুরাস চীনকে স্বীকৃতি দিলে স্বশাসিত তাইওয়ানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্কে ছেদ পড়বে।

তাইওয়ানের জনসংখ্যা ২ কোটি ৩০ লাখ। রাষ্ট্র-রাষ্ট্র পর্যায়ে সম্পর্ক স্থাপনের অধিকার তাইওয়ানের নেই। ২০১৬ সালে তাইওয়ানের সঙ্গে ২২ রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল এখন তা কমে ১৪টিতে দাঁড়িয়েছে।

এনবিএস/ওডে/সি

news