ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদের প্রতি এরদোগানের সমর্থন

রাশিয়ার প্রতিবেশি দেশ ফিনল্যান্ডকে ন্যাটো সদস্যপদের অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত শুক্রবার তুরস্ক সফরে আসেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। তার সঙ্গে বৈঠকের পরই এরদোগান জানান যে, ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন দেয়ার বিষয়টি তিনি তুর্কী পার্লামেন্টে উত্থাপন করবেন।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রায় ১০ মাস আগে একসঙ্গে বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার ঘোষণা দেয় ফিনল্যান্ড ও সুইডেন। ৩০ সদস্যের ন্যাটোর ২৮টি দেশ এ দু’টি দেশকে অনুমোদন ইতোমধ্যে দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আছে তুরস্ক এবং হাঙ্গেরির অনুমোদন। ফিনল্যান্ড-সুইডেন একসঙ্গে আবেদন করলেও আপাতত সুইডেনের অনুমোদন দেবে না তুরস্ক।

১০ মাস আগে সুইডেন এবং ফিনল্যান্ডের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেছিল তুরস্ক। সেই চুক্তি অনুযায়ী ফিনল্যান্ড-সুইডেনে বসবাসরত জঙ্গিদের ফেরত দেয়াসহ বিভিন্ন শর্ত দিয়েছিল আঙ্কারা। সেসব শর্ত ফিনল্যান্ড পূরণ করেছে বলে জানিয়েছেন এরদোগান।

এনবিএস/ওডে/সি

news