মানুষের চাকরি খেতে পারে ChatGPT! আশঙ্কা প্রকাশ করলেন নির্মাতা নিজেই

 টেক দুনিয়ায় বিপ্লব এনেছে ChatGPT। এর সাহায্যে কী করা যায় না এটাই সবচেয়ে বড় প্রশ্ন! ChatGPT-র নতুন ভার্সন GPT-4 তো আরও আধুনিক। ChatGPT-র নির্মাণ সংস্থা ওপেনএআই দাবি করেছে, যেসব প্রতিবন্ধকতা আগে ছিল, সেটাও কাটিয়ে উঠতে পারবে এটি। সেই দাবি সামনে আসতেই ওয়াকিবহাল মহল আশঙ্কা করতে শুরু করেছে যে, ভবিষ্যতে চাকরি থাকবে তো মানুষের?

দিন কয়েক আগে GPT-4 ঘোষণার পর, টুইটার মালিক ইলন মাস্ক প্রশ্ন তোলেন, এবার মানুষ কী করবে? অনেকটা সেই আশঙ্কাই এবার করলেন খোদ ChatGPT-র নির্মাতা! ওপেনএআই-এর (OpenAI) সিইও স্যাম অল্টম্যান (Sam Altman) এক সাক্ষাৎকারে বলেন যে, এটা ঠিক যে ChatGPT কিছু মানুষের চাকরির জায়গা নিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। তবে তিনি এও বলেন, মানুষের সৃজনশীলতা সীমাহীন। মানুষ নতুন নতুন অনেক কাজ করতে পারে।

ChatGPT যেভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করছে তাতে নিজের আবিষ্কার নিয়েই উদ্বেগ প্রকাশ করেন স্যাম। তিনি বলেন, ‘আমাদের এখানে সতর্ক থাকতে হবে। আমার মনে হয় এটা শুনে অনেকেই খুশি হবেন যে আমরাও ব্যাপারটা নিয়ে যথেষ্ট আতঙ্কিত। আমি যে এই কাজে আছি তাতে আমি খুব একটা খুশি নই।’

কেন তাঁর এই উদ্বেগ সেটাও জানালেন স্যাম। তিনি বলেন, এই এআই টেকনোলজি দিয়ে ভুয়ো ও মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে পারে একদল মানুষ। যা কখনই কাম্য নয়। মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে প্রতারকরা।

এরপর তিনি ভবিষ্যতে মানুষের চাকরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কয়েক প্রজন্ম পরে টেকনোলজি পুরোটাই জায়গা করে নেবে মানুষের জীবনের ওপর। সেটা আগামী ৯-১০ বছরের মধ্যে হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং সেটাই সবচেয়ে বেশি চিন্তার।
খবর দ্য ওয়ালের /এনবিএস ২০২৩/একে 

news