আবাদান তেল শোধনাগারের উন্নয়ন 'আমরা পারি'র প্রতীক

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আবাদান তেল শোধনাগারের দ্বিতীয় পর্বের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই তেল শোধনাগারের কাজ এগিয়ে চলেছে। শোধনাগারটি খুজেস্তান প্রদেশে পারস্য উপসাগর উপকূলের একেবারে কাছাকাছি অবস্থিত।

আজ (সোমবার) সকালে প্রেসিডেন্ট রায়িসি প্রাদেশিক রাজধানী আবাদান শহর সফরের সময় ১২০ কোটি ডলারের এই প্রকল্প উদ্বোধন করেন।

প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম সেকশনের কাজ সম্পন্ন হলে প্রতিদিন সেখানে হাজার হাজার ব্যারেল তেল শোধন করা সম্ভব হবে। এই শোধনাগার থেকে ইউরো ফাইভ এমিশন স্ট্যান্ডার্ডের তেল উৎপাদন করা যাবে।‌ এছাড়া, আবাদান শোধনাগার থেকে ৫৩ ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ২৩ ভাগ ডিজেল এবং শতকরা ৬ ভাগ গ্যাসোলিন উৎপাদন করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে ৭০০০ কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে।

ইরানের তেল শিল্প জাতীয়করণের ঐতিহাসিক দিবস স্মরণ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, “ইরানের তেল সম্পদ জাতীয়করণের ঘটনা ঐতিহাসিক। এই দিনে বিদেশিরা ইরানের তেল সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং ব্রিটিশ বাহিনীকে বহিষ্কারের মধ্য দিয়ে ইরানের তেল শিল্প জাতীয়করণ করা হয়।”

প্রেসিডেন্ট রায়িসি আবাদান তেল শোধনাগারকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
খবর পার্সটুডে/ এনবিএস ২০২০/একে

news