পাকিস্তানে গাড়িতে বন্দুক হামলায়  নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদের হ্যাভেলিয়ানের লাঙ্গারা গ্রামে প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন স্থানীয় নেতা রয়েছেন। সোমবার হামলার এ ঘটনা ঘটে।

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। নিহত পিটিআই নেতার নাম আতিফ মুনসিফ খান। তিনি হ্যাভেলিয়ান তহসিরের মেয়র।

পুলিশ জানায়, গুলী মুনসিফ খানের গাড়ীর জ্জলানী ট্যাংকে লাগলে গাড়িটিতে আগুন ধরে যায়।  এতে গাড়িটি পুরোপুরি ভস্মিভুত হয়। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুসসিফ খানের গোত্রের সঙ্গে স্থানীয় বুলান্দ খান গোত্রের দ্বন্দ্ব চলছে কয়েক দশক ধরে। প্রভাবশালী এ দুগোত্রের দ্¦ন্দ্বে উভয়পক্ষে বহু লোক নিহত হয়েছে।

এনবিএস/ওডে/সি

news