শ্রীলংকায় নতুন মন্ত্রিপরিষদ গঠনের প্রতিশ্রুতি , মানেননি লংকানরা

বুধবার রাতে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের টেলিভিশন ভাষণ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি লংকানরা। তাদের দাবি ছিল প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে। কিন্তু তিনি সেদিকে না গিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠনের কথা বলেছেন। শ্রীলংকায় বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই ছিল তার প্রথম ভাষণ। বিবিসি, ইয়ন

ভাষণে তিনি প্রেসিডেন্টের ক্ষমতার কিছু অংশ পার্লামেন্টের হাতে তুলে দেওয়ার প্রস্তাব করেছেন, কিন্তু কবে, কখন তারকোনো সময়সূচি নির্ধারণ করেননি।

লংকানদের অনেকেই বলেন, ভাষণে মূল ইস্যুগুলো উপেক্ষিত হয়েছে। তাদের প্রশ্ন হলো, ‘গত ৩০ দিন তিনি কি করছিলেন। মানুষের ওষুধ নেই, খাবার নেই, গোটা দেশ থমকে গেছে। তিনি এখন যে সংস্কারের কথা বলছেন সেটাতো আমাদের প্রয়োজন নেই। এখন আমাদের কাছে যেটা জরুরি, সেটা হলো তার পদত্যাগ।’

ভাষণে তিনি বলেন, ‘আমি একজন প্রধানমন্ত্রীর নাম করব। তিনি পার্লামেন্টে  সংখ্যাগরিষ্ঠতা এবং জনগণের আস্থা অর্জন করবেন।’ তিনি বলেছেন, বৃহস্পতি সকাল ৭টা থেকে কারফিউ তুলে নেওয়া হবে। আবার ২টায় দেওয়া হবে। সেটা তুলে নেওয়া হবে শুক্রবার সকাল ৬টায়।’ 

news