রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার হুমকিতে আইসিসির উদ্বেগ

 রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দ্য হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ওপর হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর হুমকি দেয়ার পর আইসিসি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আল-জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মেদভেদেভ আইসিসির ওপর হামলা চালানোর এ হুমকি প্রদান করেন।

এ ছাড়া রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা আইসিসির কৌসলী করিম খান এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে জড়িত অন্য বিচারকেদের বিরুদ্ধে ফৌজদারি  মামলা শুরু করেছে।

আইসিসি রাষ্ট্রগুলোর এসেম্বলির প্রেসিডেন্সি বলেছে, ‘তারা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার এ চেষ্টা দু:খজনক।’ প্রেসিডেন্সি বলেছে, ‘এসেম্বলি  আইসিসির প্রতি তাদের অবিচল সমর্থ পুণর্ব্যক্ত করে।

মেদভেদেভ গত সোমবার বলেন, ‘নর্থ সি’র রুশ যুদ্ধ জাহাজ থেকে হেগের আদালতে হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র চালানো সম্ভব।’ হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে বেআইনিভাবে নির্বাসনে পাঠানো জন্য পুতিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এ পরোয়ানা জারি করে।

আইসিসির ১২৩ সদস্য রাষ্ট্রের জন্য আইসিসির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন এমনকি যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

এনবিএস/ওডে/সি

news