সোমালিয়ায় প্রবল বৃষ্টিতে বন্যা: ১৪ জনের মুত্যু

 জলবায়ু সবচেয়ে সংকট কবলিত দেশগুলোর একটি হলো সোমালিয়া। দেশটিতে চরমভাপান্ন আবহাওয়া বিরাজ করছে। দেশটির দক্ষিণাঞ্চলে প্রবল মৌসুমী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। এতে মারা গেছেন অন্তত ১৪ জন।

বন্যায় বহু গ্রাম ও শহর প্লাবিত হয়েছে। এতে সেতু, সড়ক ও বাড়ীঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বহু লোক বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্য জায়গায় চলে গেছে।

জুবল্যান্ড বার্ধেরে শহরে একই পরিবারের তিন জনসহ ১৪ জন মারা গেছেন। জেলা কমিশনার মোহাম্মাদ ওলি ইউসুফ শনিবার সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, শহরের একটি সেতুতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। বন্যার পানির তোড়ে সেতুটি ভেসে গেছে। সময় ও সরঞ্জামের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

সোমালিয়ায় এ বৃষ্টিপাতে দেশটিতে এপ্রিল-জুনের বর্ষা মৌসুমের আগাম সূচনার আভাস পাওয়া গেছে। জাতিসংঘের মানবিক রেস্পন্স এজেন্সি(ওসিএইচএ) শনিবার এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, অঞ্চলটিতে কলেরা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে সেখানে জীবনযাত্রার আরো অবনতি ঘটতে পারে।

এনবিএস/ওডে/সি

news